Apps, Games & Software

মোবাইল দিয়ে ছবি এডিট করার জনপ্রিয় কিছু অ্যাপস

বর্তমান সময়ে আমাদের সবার হাতেই একটি ফোন আছে। আপনি হয়তো ভাবতেও পারবেন না আপনার এই ফোন দিয়ে কত অসাধারণ ছবি এডিট করা যেতে পারে। চলুন এমন কিছু অ্যাপ সম্পর্কে জেনে নেয়া যাক যেগুল আপনাকে প্রফেশনাল এর কাছাকাছি ছবি এডিট করার মত সুযোগ করে দেবে। এটা হল মোবাইল দিয়ে ছবি এডিট করার জনপ্রিয় কিছু অ্যাপস এর লিস্ট।

PicsArt

মোবাইল দিয়ে ছবি এডিট - PicsArt
PicsArt

এন্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের মধ্যে PicsArt এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এর পেছনে অন্যতম কারণ হল PicsArt এর ফিচার গুলি অন্য অ্যাপসের তুলনায় খুবই সহজ। সেজন্যে মোবাইল দিয়ে ছবি এডিট করার জনপ্রিয় কিছু অ্যাপস এর তালিকায় এটি সবার ওপরে থাকবে।

উল্লেখযোগ্য ফিচার:

Create with AI tools,

Make professional-level collages,

Design and add stickers,

Quickly remove and swap backgrounds,

Choose from hundreds of stylized photo filters,

Turn text into art with AI Image Generator,

Create AI avatars and more

তাহলে দেরি না করে আজই অ্যাপটি ডাউনলোড করে এর ফিচার গুলো এক্সপ্লোর করুন।

এছাড়াও, PicsArt এ অসংখ্য অনলাইন Template পাবেন যা সহজেই নিজের মত এডিট করতে পারবেন।

আপনি টিকটক ব্যবহার করলে এইগুলো আপনার জানা জরুরী

Snapseed- মোবাইল দিয়ে ছবি এডিট

মোবাইল দিয়ে ছবি এডিট - Snapseed

Snapseed হল Google এর একটি ফটোশপ অ্যাপ। এই অ্যাপ এর মাধ্যমে আপনি খুব সহজে ছবি এডিট করতে পারবেন। Snapseed এর সবচেয়ে জনপ্রিয় ব্যবহার হল এর Portrait filter এবং HDR mode. এছাড়াও Snapseed ব্যবহার করে আপনার ছবি গুলোতে প্রফেশনাল লুক দিতে পারবেন।

Adobe Photoshop for Android

মোবাইল দিয়ে ছবি এডিট

এডোবি ফটোশপ হচ্ছে এডোবি এর অন্যতম জনপ্রিয় একটি অ্যাপস । মূলত একটি কম্পিউটার সফটওয়্যার হলেও এখন এর এন্ড্রয়েড ভার্শন ও পাওয়া যায়। Adobe Photoshop সম্পর্কে পিসি ইউজাররা জানেন। তবে এন্ড্রয়েড ভার্শনে কম্পিউটারের সব ফিচার পাবেন না।

এরপরও অ্যাপটি ডাউনলোড করে এর ফিচারগুলো চেখে দেখতে পারেন।

Lightroom- মোবাইল দিয়ে ছবি এডিট

মোবাইল দিয়ে ছবি এডিট

Adobe Lightroom ও Adobe এর একটি জনপ্রিয় অ্যাপ। এই অ্যাপটি মূলত কালার Enhance বা Correction এর জন্য ব্যাবহার করা হয়ে থাকে। আসলে এটি সাধারণ কোন এডিটিং অ্যাপ না। অ্যাপটি সঠিক ভাবে ব্যাবহার করতে হলে আপনার কিছু টেকনিকাল জ্ঞান থাকা জরুরি।

তবে একবার এর ব্যবহার শিখে গেলে আপনি আপনার মোবাইল দিয়েই অসাধারণ কিছু চিত্রকর্ম তৈরি করতে পারবেন। তাই অ্যাপটি আজই ইন্সটল করে দেখুন।

আপনার টেকনিকাল জ্ঞান না থাকলেও আপনি Lightroom ব্যাবহার করতে পারবেন । কারণ এর বেসিক ব্যাবহার বেশ সহজ। Adobe Lightroom এর বেশ কিছু প্রিসেট রয়েছে। এই প্রিসেট গুলোতে সব ধরনের কালারফুল সেটিং পাওয়া যায়। আপনি শুধু ট্যাপ করেই অটোমেটিক্যালি ডিজাইন করতে পারবেন।

এই চারটি অ্যাপ ছাড়াও বর্তমানে অনেক Free এবং Premium এডিটিং অ্যাপ্স পাবেন যা আপনার ছবি গুলোকে আরও নান্দনিক করতে সাহায্য করবে।

admin

Leave a Reply

Your email address will not be published.Required fields are marked *