পাই নেটওয়ার্ক (English- pi Network) হল নতুন একধরনের ক্রিপ্টোকারেন্সি যা অ্যানড্রয়েড ফোন থেকে মাইন করা যায়। এটি এখনও ডেভেলপমেন্ট এর শেষ পর্যায় যেতে পারেনি। তাই এখন পর্যন্ত এই কারেন্সির রিয়েল ওয়ার্ল্ড এ কোন ভ্যালু নেই। তবে পাই এর ডেভেলপাররা বিশ্বাস করে, ২০২১ সালেই এর ভ্যালু $0.012 হতে পারে।
যেভাবে কাজ করে-
ক্রিপ্টকারেন্সি হিসেবে নতুন একটি আইডিয়া হল পাই। ভবিষ্যতে এটির মাধ্যমে কেনা বেচা বা ট্রেডিং করার পরিকল্পনা আছে। কিন্তু বর্তমানে এটি ট্রেড করার কোন সু্যোগ নেই। বলা যেতে পারে এটা এখন বেটা টেস্টিং পর্যায় এ আছে। তাদের ওয়েবসাইট এ বিস্তারিত জানতে পারবেন।
বর্তমানে পাই মাইন করার একমাত্র উপায় হল পাই নেটওয়ার্ক অ্যাপ ডাউনলোড করা। এরপর দুইটা অপশন, ফেসবুক অথবা মোবাইল নাম্বার দিয়ে ইউজার রেজিস্ট্রেশান করতে হবে। ব্যাস, তাহলেই একজন ইউজার প্রতিদিন অল্প কিছু পাই মাইন করতে পারবে। তাদের একটা রেফার সিস্টেম আছে যার মাধ্যমে ইউজার আর কিছু পাই ইনকাম করতে পারে। প্রথম দিকে একজন ইউজার প্রতিদিন ১.৬ π/h মাইন করলেও বর্তমানে তা কমে হয়েছে ০.২ π/h এটি হউয়ার কারন হল বিটকয়েন এর মত পাই এর ও নির্দিষ্ট পরিমান মজুত আছে। তাই লক্ষ্যমাত্রায় পৌঁছালে ধাপে ধাপে পাই মাইনিং হার কমতে থাকবে এবং ১ বিলিয়ন ইউজার হয়ে গেলে মাইনিং হার শুন্নে নেমে আসবে। একে বলা হয় হাফিং। নিচের গ্রাফ থেকে বিষয়টা আরও পরিষ্কার হবে।

পাই নেটওয়ার্ক কি কোন পিরামিড স্কিম?
আপনার যদি পিরামিড স্কিম সম্পরকে ধারনা না থাকে তবে জেনে নিন। রেফার সিস্টেম এর জন্যে অনেকেই সন্দেহ করতে পারে যে এটিও একটি পিরামিড স্কিম। তবে যেহেতু আগেই বলেছি, এটি একটি ক্রিপ্টকারেন্সি আর এখনও তারা ক্লায়েন্টদের কাছে কোন টাকা চায়নি, তাই আমার ব্যাক্তিগত ধারনা এটা কোন পিরামিড স্কিম নয়। তবে এখনও পরিস্কার ভাবে কিছু বলা যাবেনা, আরলি ডেভেলপমেন্ট স্টেজ এর পর বলা যেতে পারে।
আরও পড়ুন: গুগল CEO অফিস এ ফিরতে চান
সবশেষে, পাই নেটওয়ার্ক ডাউনলোড করবেন কিনা
এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, তাতে বলা যায় অ্যাপটি প্রত্যক্ষ ভাবে ফোনের কোন ক্ষতি করেনা। কিছু বিশেষজ্ঞ মনে করেন অ্যাপটি ডাটা মাইনিং করছে, অ্যাপটিতে অ্যাড শো করানো দেখেও অনেকে সন্দেহ করছে অ্যাপটির উদ্দেশ্য নিয়ে। এছাড়াও বর্তমানে ফোন ভেরিফিকেশন ও করতে পারবেননা বাংলাদেশ থেকে। তবে যেহেতু দিনে ৫ মিনিট এর ও কম সময় ব্যায় করেই মাইন করা যায়, তাই বলা যেতে পারে আপনি চাইলে অ্যাপটি ব্যাবহার করে দেখতে পারেন যদি ডেভেলপারদের Trustworthy মনে করেন। ধন্যবাদ।
Bruh
Thank you very much for uploading class useful and quality content. Good luck material for you with likes and full races
dollar Buy Sell bd