Tech Discussions

Best Budget Phones of 2022 in BD

Budget phones of 2022 – বর্তমানে তথ্য প্রযুক্তির এই যুগে স্মার্টফোন ছাড়া চলা অসম্ভব। তবে অনেক সময় উচ্চ মূল্যের কারনে আমরা আমদের কাংখিত ফিচার সমৃদ্ধ ফোনটি কিনতে পারিনা। এই ক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ডের বাজেট ফোন কিনে আমরা এই ফিচার গুলো পেতে পারি। আজকে এই আর্টিকেলে কয়েকটি ব্র্যান্ডের বেশ কিছু বাজেট ফোন নিয়ে আলোচনা করা হবে। এই ব্র্যান্ড গুলো গত কয়েক বছরে বাংলাদেশের বাজেট ফোন মার্কেট দখল করে আছে। এরকম ব্র্যান্ড গুলো হল Xiaomi, Realme, Oppo-Vivo, Samsung Budget series, আর সাথে বাংলাদেশি ব্র্যান্ড Walton, Symphony, itel ইত্যাদি। তবে আমাদের এই আর্টিকেলে শুধু Xiaomi, Realme, Oppo-Vivo, Samsung এর কিছু ফোন নিয়ে আলোচনা করা হবে।

Budget Phones of 2022
Budget Phones of 2022

Last Edit: 15-02-2022

আমাদের আর্টিকেলটি যেভাবে সাজানো হয়েছে-

এখানে বাজেট ফোন হিসেবে ২০,০০০৳ পর্যন্ত মুল্যের ফোন গুলোকে অন্তরভুক্ত করা হয়েছে।

BrandModelsPrize Range
XiaomiXiaomi Redmi 7, 8, 9,10 Series, Xiaomi Poco M Series, Xiaomi Poco C Series.8,800-21,000 BDT
RealmeRealme C series, Relme Narzo Series.9,000-20,000 BDT
Oppo-VivoOppo A Series, Vivo Y Series.10,000-20,000 BDT
SamsungSamsung Galaxy M Series, F Series, Samsung Galaxy A03, A12 and A22.8,600-21,000 BDT
Walton, Symphony, itel, TecnoAlmost All Models.4,300-26,000 BDT

এবার চলুন এই ফোন গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

Budget Phones of 2022 – Xiaomi

বিশ হাজারের নিচে Xiaomi এর বেশ কিছু ফিচার রিচ স্মার্টফোন আছে। এদের মধ্যে Xiaomi Redmi সিরিজের Redmi 7,8,9 হল সবচেয়ে সাশ্রয়ী। Redmi ফোন গুলোর অন্যতম বৈশিষ্ট্য হল এই ফোন গুলো Mediatek Processor ব্যবহার করে যা এর দাম ২০,০০০ এর মধ্যে রাখতে সাহায্য করে। তবে Redmi ফোন গুলোর ক্যামেরা মান ভালো হয়। গেমিং এর জন্যে তেমন উপযোগী না হলেও লো রেজুলেশনে PUBG Mobile বা Freefire খেলা যাবে। এই ফোন গুলতে MIUI ব্যবহার করা হয়। Redmi সিরিজের কিছু উল্লেখযোগ্য ফোন-

Redmi 9A (2GB + 32GB at ৳ 8,799)

Xiaomi Redmi 9 Activ (৳13,999 4/64 GB, ৳15,999 6/128 GB),

Xiaomi Redmi 10 2022 (50MP AI quad camera | 90Hz FHD+ display 4GB+64GB @৳ 14,999 6GB+128GB @৳ 16,999),

Redmi 10 Prime (4GB+64GB at ৳ 19,499 6GB+128GB at ৳ 21,499)

এছাড়াও Xiaomi Poco M সিরিজের কিছু ফোন আছে যার মুল্য ২০,০০০ এর নিচে। যেমন-

POCO M3 (48MP triple camera | 6000mAh battery, 6GB + 64GB at ৳ 17,499, 6GB + 128GB at ৳ 18,499)

Budget Phones of 2022 – Realme

Realme বাংলাদেশে ব্যাবসা শুরুর পর তাদের বাজেট আর মিড রেঞ্জের ফোন গুলো দিয়ে বেশ ভালো একটা জায়গা করে নিয়েছে। এর অন্যতম কারণ হল এই ফোন গুলোর ডিজাইন এবং ক্যামেরা পারফর্মেন্স। কিছু উল্লেখ্য Realme Budget ফোন-

Realme C20A (৳8,990)

Realme C25Y (৳14,290 4/64 GB)

Realme 9i (৳17,490 4/64 GB, ৳19,490 6/128 GB)

Realme Narzo 30 (6/128 GB ৳19,990)

এছারাও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আরও কিছু বাজেট মডেল পাবেন।

Budget Phones of 2022 – Oppo-Vivo

প্রথম দিকে Oppo বেশ সারা ফেলা কিছু ফোন নিয়ে আসলেও বর্তমানে এর প্রভাব অনেকটাই কমে এসেছে। এরপরও প্রতিবছর Oppo বেশ কিছু চলনসই ফোন বের করে যা ব্যাবহারকারীদের কাছে সুনাম কুড়ায়। ২০২২ সালেও Oppo এর কাছ থেকে ভালো কিছু আশা করা যায়। বর্তমান মার্কেটে Oppo -র কিছু উল্লেখযোগ্য বাজেট ফোন হল-

Oppo A12 (৳9,990 3/32 GB, ৳13,990 4/64 GB) 13MP Dual Rear Camera, 4230mAh Large Battery, Fingerprint Sensor, 15.79cm (6.22”) HD+ Waterdrop Screen

Oppo A31 (৳16,990 4/128 GB) AI Triple Camera | 16.5cm (6.5’’) Waterdrop Screen

Oppo A52 (৳19,990) 1080P Neo-Display | AI Quad Camera

Oppo এর মত Vivo ও বাংলাদেশে বেশ জনপ্রিয়। উল্লেখ্য দুই ব্র্যান্ডই একই প্যারেন্ট কোম্পানির অন্তর্ভুক্ত। এবছর Vivo বাজেট ফোন গুলো হল-

Vivo Y15s (3/32 GB, ৳11,990)

Vivo Y21 (4/64 GB, ৳14,990)

Vivo Y51 (৳19,990)

Budget Phones of 2022 – Samsung

Samsung বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড। তাদের Galaxy S series এর ফোন গুলো বছরের সেরা ফোন এর তালিকায় থাকে। তবে বিগত কয়েকবছর ধরে Samsung বাজেট এবং মিডরেঞ্জ মার্কেটেও নিজেদের অবস্থান পাকা করতে চ্রেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রথমে Galaxy J series আর এখন Galaxy M ও F মডেল এর ফোন গুলো বাজেট মার্কেটে Samsung এর প্রতিনিধিত্ব করছে। Samsung বাজেট ফোন গুলো তাদের ফ্ল্যাগশিপ মডেল গুলোর মত না হলেও যথেষ্ঠ ভালো পারফর্মেন্স দিয়ে যাচ্ছে। Samsung এর কিছু বাজেট ফোন হল-

Samsung Galaxy A12 (৳14,999 4/64 GB, ৳15,999 4/128 GB)

Samsung Galaxy M12 (৳17,999 ৳18,999 6/128 GB)

Samsung Galaxy F22 (৳19,999 6/128 GB)

Budget Phones of 2022 – Walton, Symphony, itel, Tecno

আপনার বাজেট যদি খুবই কম হয়, (৳১০,০০০ এর কম) তাহলে আপনি দেশি কিছু ব্র্যান্ডের ফোন দেখতে পারেন। এই ফোন গুলো খুবই কম বাজেটের হওয়ায় এদের পারফর্মেন্স ও তেমন ভালো নয়। এই ফোন গুলো সাধারণত প্লাস্টিক বডির হয়। তবে আপনার বাজেট যদি ১০,০০০ টাকার কম হয়, এই ফোন গুলো ব্যবহার করে দেখতে পারেন।

Read More of Our Blogs:

বিঃদ্রঃ এই পোস্টটি পরিবর্তন করা হতে পারে। পোস্ট এর ওপরে আপডেট তারিখ দেয়া থাকবে। প্রথম প্রকাশঃ ১৫/০২/২০২২

আমরা সবসময় সঠিক তথ্য প্রকাশের চ্রেষ্টা করে থাকি। আমাদের কোন আর্টিকেল এ ভুল তথ্য পেলে আমাদের জানিয়ে সাহায্য করুন।

admin

Leave a Reply

Your email address will not be published.Required fields are marked *